১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

শনিবার থেকে এক মাসের অবকাশে নিম্ন আদালত

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২ ডিসেম্বর থেকে দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক মাসের অবকাশ শুরু হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে আবকাশকালীন এসব আদালতে বিচারাধীন মামলার কার্যক্রম। বৃহস্পতিবার আদালত সূত্রে এ কথা জানা যায়। তবে অবকাশ চলাকালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীর কুমার রায়কে। তিনি আগামী ৫, ৬, ৭, ১২, ১৩, ১৪, ২০, ২১, ২৭ ও ২৮ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

আর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৪, ৫, ৬, ১৩, ১৪, ১৯, ২০, ২৭ ও ২৮ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৩০, ২০১৭ ৬:৩৫ অপরাহ্ণ