নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকা আধাবেলা হরতাল চলছে। হরতালে রাজধানীতে সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম জানান, সকালে পুলিশ সিপিবি কার্যালয় ঘিরে ভেতরে তল্লাশি চালায়। পরে হরতালের সমর্থনে কোন মিছিল বের না করার নির্দেশ দিয়ে ১৩ জনকে আটক করে নিয়ে গেলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়। পাশাপাশি সিপিবি’র অফিসে প্রবেশ পথেও চার রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি জানান রাজধানীর বাইরে খুলনা, কুমিল্লাসহ বেশ কয়েকটি স্থানে হরতালে বাধা দিয়েছে পুলিশ।
বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি ও চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধির প্রতিবাদে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল ডাকা হয়েছে। গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে থেকে জেএসডি এবং নাগরিক ঐক্যের পক্ষ থেকে হরতালের সংহতি জানান হয়। অপরদিকে গতকাল বুধবার বাংলাদেশ ন্যাপ ও ইসলামিক পার্টির পক্ষ থেকে জানানো হয় তাদের দল হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে। এছাড়া বিএনপির পক্ষ থেকে হরতালের সমর্থন দেয়া হয়।
দৈনিকদেশজনতা/ আই সি