১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১১

বালি বিমানবন্দরে বিমান চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার অবকাশ দ্বীপ বালির বিমানবন্দর পুনরায় খুলে দেয়ার পর আজ বৃহস্পতিবার বিমান চলাচল শুরু হয়েছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে আকাশে ছাইভষ্ম ছড়িয়ে পড়ায় বিমানবন্দর চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এটি বন্ধ করে দেয়া হয়। প্রায় তিন দিন এটি বন্ধ থাকে। দ্বীপটিতে আটকে পড়া কয়েক হাজার বিদেশী পর্যটক এখন বালি ছেড়ে যেতে পারবে বলে আশা করা হচ্ছে।  খবর এএফপি’র। মাউন্ট আগাংয়ে সতর্কতার মাত্রা সর্বোচ্চ থাকলেও বাতাসের গতিপথ পরিবর্তন হওয়ায় ছাইভষ্ম ও ধোঁয়ার কুণ্ডলী বিমানবন্দর থেকে দূরে সরে যাচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৩০, ২০১৭ ২:১৯ অপরাহ্ণ