নিজস্ব প্রতিবেদক:
সরকার চাইলে কমিশন আগাম নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে আজ বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি একথা জানান।
সিইসি বলেন, সরকার আগাম নির্বাচনের কথা বললে আমরা করতে পারবো, আমাদের সেই প্রস্তুতি রয়েছে। তিনি আরো বলেন, নির্বাচনের জন্য আমরা ৯০দিন সময় পাব। জাতীয় নির্বাচনের আগে আমরা বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাব। সিইসি আরো বলেন একটা ভালো নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের প্রস্তুতির কথা ইইউকে জানিয়েছি।
ঢাকায় ইইউ নবনিযুক্ত রাষ্ট্রদূত রেনজে টিরিংক সাংবাদিকদের বলেন, বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট। আশা করি একটা ভালো নির্বাচনের জন্য কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, ইইউ’র পূর্ণ আস্থা রয়েছে আমাদের উপর। আমরাও আশ্বস্ত করেছি, ভোটের সুস্থ পরিবেশ বজায় থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরাও বদ্ধপরিকর। জাতীয় নির্বাচনের আগে আমরা বিদেশি পর্যবেকদের আমন্ত্রণ জানাবো। ইইউ প্রতিনিধিরা নির্বাচনের যে পরিবেশ রয়েছে তা নিয়ে সন্তুষ্ট। একটা ভালো নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এ কথা তাদের জানিয়েছি। সিইসি বলেন, নির্বাচনের ব্যাপারে তাদের (ইইউ) কাছে যখন যে সাহায্য সহযোগীতার প্রয়োজন হবে তারা তা করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। তাদেরকে বলেছি যে, তোমরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোষ্ঠি। ইউরোপীয়ন ইউনিয়নে আমাদের প্রায় ৮৫ ভাগ বাণিজ্য হয়। প্রায় ৮০ থেকে ৯০ ভাগ গার্মেন্টস প্রডাক্ট ইউরোপীয়ন ইউনিয়নে যায়।
প্রবাসীদের ভোটদান প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি জটিল প্রক্রিয়া। আমরা পোষ্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটদানের চেষ্টা করেছিলাম। তাদের সাড়া পাওয়া যায়নি। তবে ইলেন্ট্রনিক ভোটিং মেশিনে হলে সম্ভব। যদি ইভিএম চালু হয়, তখন হয়তো এটা করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে সিইসি বলেন, ইইউ প্রতিনিধি দল ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিষয়টিও আলোচনায় তোলেন। একাদশ নির্বাচনে ইভিএম ব্যবহার করা সম্ভব হবে না বলে তাদের জানানো হয়েছে। এটা সম্ভব না। আমরা প্রস্তুত না। কিছু রাজনৈতিক দল এটির বিরোধীতা করেছে, সে জন্য আমরা এ নিয়ে কোনো বিতর্কে যাবো না।
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমাদের কোনো আপোষ নেই। ঢাকায় ইইউ নবনিযুক্ত রাষ্ট্রদূত রেনসিয়ে স্টিয়েরিংয়ের সাংবাদিকদের বলেন, বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে আমরা সস্তুষ্ট। আশা করি একটা ভালো নির্বাচনের জন্য কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, সুষ্ঠু এবং সবার অংশগ্রহণ মূলক নির্বাচন আমরা চাই। আজকের বৈঠকে অন্য বিষয়গুলোর সঙ্গে আমরা এটি জানিয়েছি। এসময় অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা /এন আর