১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৪

চিটাগংয়ের বিদায়, টিকে রইল রাজশাহী

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর থেকে বিদায় নিশ্চিত হলো চিটাগং ভাইকিংসের। বুধবার দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের কাছে হেরে দুই ম্যাচ বাকি থাকতেই বিদায় নেয় বন্দর নগরীর দলটি। অন্যদিকে চিটাগংকে ৩৩ রানে হারিয়ে অঙ্কের হিসাবে শেষ চারের স্বপ্ন টিকিয়ে রাখল রাজশাহী।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে রাজশাহী কিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় চিটাগং ভাইকিংস।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ড্যারেন স্যামি, জেমস ফ্রাঙ্কলিন, মুশফিকুর রহীম ও লুক রাইটের দায়িত্বশীল ব্যাটিংয়ে মাঝারি মানের সংগ্রহ গড়ে রাজশাহী কিংস। স্যামি ২৫ বলে ৪০, ফ্রাঙ্কলিন ৩০ বলে ৩০, মুশফিক ২২ বলে ৩১ এবং রাইট করেন ২১ বলে ২৫ রান।

চিটাগং ভাইকিংসের হয়ে লুইস রিকি সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম ও নাঈম হাসান।

ব্যাটিংয়ে নেমে চিটাগংয়ের কোনো ব্যাটসম্যানই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। লুক রনকি ৪ বলে ৮, সৌম্য সরকার ১৫ বলে ১৩, এনামুল হক বিজয় ২০ বলে ২৩, স্টিয়ান ফন জিল ২৯ বলে ২৭ এবং সিকান্দার রাজা করেন ১৭ বলে ১৭ রান। এছাড়া লুইস রিকি ৪ বলে ৩ এবং তানভির হায়দার করেন ১২ বলে ১৩ রান।

রাজশাহী কিংস পেসার কাজী অনিকের বিপিএল অভিষেক হলো বুধবার। চিটাগং ভাইকিংসের বিপক্ষে স্বপ্নের মতোই পারফর্ম করলেন তিনি।চার উইকেট তুলে নিলেন অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা এই ক্রিকেটার। অনিকের বাঁহাতি পেসে ১৯.২ ওভারে ১২৪ রানে অল আউট হয় চিটাগং। এছাড়া মোস্তাফিজ দুটি এবং মোহাম্মদ সামি ও উসামা মীর নেন একটি করে উইকেট।

১৩, ১২, ১১, ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে রয়েছে যথাক্রমে খুলনা টাইটান্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। ১০ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে শেষ চারের স্বপ্ন টিকিয়ে রাখল রাজশাহী। অন্যদিকে ১০ ম্যাচের ৭টিতে হেরে ৫ পয়েন্ট নিয়ে বিদায় নিশ্চিত হয় চিটাগংয়ের।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ৬:০৩ অপরাহ্ণ