১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৮

আবদুল গাফ্ফার চৌধুুরীর অবস্থা উন্নতির দিকে

নিজস্ব প্রতিবেদক:

প্রখ্যাত কলামিস্ট ও সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুুরী গত ২১ দিন ধরে লন্ডনের মিডলসেক্সের নরর্থউইক পার্ক হাসপাতালে চিকিৎসাধীন। ডায়াবেটিস ও কিডনির সমস্যার সঙ্গে নতুন করে বাঁ দিকের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তবে তার শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে বলে জানা গেছে।

আবদুল গাফ্ফার চৌধুুরীর মেয়ে বিনিতা চৌধুরী জানান, আবদুল গাফ্ফার চৌধুুরীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হয়েছে। অক্সিজেন মাস্ক ছাড়াই তিনি শ্বাস নিতে পারছেন। তবে হাঁপানির কারণে শ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছে। তারপরও একটু একটু করে কথা বলতে পারছেন। তরল জাতীয় খাবার খেতে পারছেন। ডাক্তারা আজ তাঁকে বেড থেকে তুলে চেয়ারে বসিয়েছিলেন। ফুসফুসের সংক্রমণ সারাতে জীবাণুরোধক দেয়া হচ্ছে। বিনিতা আরও জানান, তার বাবা সুস্থতার জন্য সকলের প্রতি দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ৫:৩২ অপরাহ্ণ