১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে আছেন ভারতের রবিন্দ্র জাদেজা। সেরা পাঁচে আরও আছেন রবিচন্দ্রন অশ্বিন, বেন স্টোকস ও মঈন আলি। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও নিজ শীর্ষস্থান ধরে রেখেছেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের চেতেশ্বর পূজারা। সেরা পাঁচে আরও আছেন জো রুট, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি।

বোলিংয়ে শীর্ষস্থানে রয়েছেন ইংলিশ খেলোয়াড় জেমস অ্যান্ডারসন। তার পয়েন্ট ৮৯১। ৮৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের স্পিনার রবিন্দ্র জাদেজা। সেরা পাঁচে আরও আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা, রবিচন্দ্রন অশ্বিনও রঙ্গনা হেরাথ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ৫:১৫ অপরাহ্ণ