আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের অর্থ মন্ত্রণালয় ভবনে আজ বুধবার গাড়ি বোমা হামলায় দুই নিরাপত্তা কর্মী নিহত ও চারজন আহত হয়েছে। নিরাপত্তা সূত্র এ কথা জানায়। খবর এএফপি’র। নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা সূত্র জানায়, গাড়িটি কোনো আত্মঘাতী বোমা হামলাকারী চালাচ্ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত কোনো গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। হামলায় অস্থায়ী রাজধানী খোউর মাকসারে অবস্থিত অর্থ মন্ত্রণালয়ের শাখা ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এডেনে সম্প্রতি একের পর এক হামলায় কয়েকশ’ লোক নিহত হয়েছে। এসবের মধ্যে অনেক হামলার দায় ইসলামিক স্টেট জিহাদি গ্রুপ স্বীকারও করেছে। উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সাল থেকে ইরানপন্থী হুতি মিলিশিয়া ও ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। ইয়েমেন যুদ্ধে এ পর্যন্ত আট হাজার ৬৫০ জনেরও বেশী লোক নিহত হয়েছে। এদের অধিকাংশই আবার বেসামরিক নাগরিক। এছাড়া এ যুদ্ধ দেশটিকে দুভির্ক্ষের মুখে ঠেলে দিয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি