২৬শে জানুয়ারি, ২০২৫ ইং | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০২

ভারতেশ্বরী হোমসে পুনর্মিলনী ২৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৯ ডিসেম্বর টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান হবে। এজন্য নিবন্ধন শুরু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার নিবন্ধনের শেষ দিন। নিবনন্ধনের জন্য প্রতি ছাত্রীকে এক হাজার ৫০০ এবং তাঁদের স্বামী, অভিভাবক ও প্রতি সন্তানের জন্য ৫০০ টাকা করে দিতে হবে।

ছাত্রীদের দুই কপি ছবিসহ ৩০ নভেম্বরের মধ্যে ঢাকার গুলশানে অবস্থিত কুমুদিনীর প্রধান কার্যালয়, নারায়ণগঞ্জের খানপুরে কুমুদিনী কল্যাণ সংস্থার কার্যালয় এবং মির্জাপুরে ভারতেশ্বরী হোমসের কার্যালয়ে যোগাযোগ করতে হবে। ভারতেশ্বরী হোমসের প্রাক্তন শিক্ষার্থী ও আয়োজক কমিটির আহ্বায়ক প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ উলফাতুন নেছা বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ২:৫৬ অপরাহ্ণ