১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০১

এবার আজিজকে ‘নেড়ি কুকুর’ বললেন প্রযোজক ইকবাল

নিজস্ব প্রতিবেদক:

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজকে গালাগাল করেন প্রযোজক ইকবাল। এর একদিন পরই গতকাল ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আজিজকে নেড়ি কুকুর বলে গালি দিলেন ইকবাল।  আগেরদিনের ঘটনা তুলে ধরে ফেসবুক স্ট্যাটাসে প্রযোজক ইকবাল বলেন, ‘নেড়ি কুকুরকে শিক্ষা দিলাম, সে জন্য ফিল্ম এর সবাই নামায পড়ে আমার জন্য দোয়া করলেন, এই অবস্থায় ইন্ডাস্ট্রিকে বাঁচাতে সরকারকে এগিয়ে আশা উচিত।’
এর আগে সোমবার দুপুরের দিকে প্রযোজকদের নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করেছিলেন এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন। সেই মত বিনিময় সভাতেই অপ্রীতিকর ঘটনা ঘটে।

জানা গেছে, ওইদিন মত বিনিময় সভায় কীভাবে এফডিসিকে আরও কর্মচঞ্চল রাখা যায়, তা নিয়ে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজ। ঠিক সে সময় সভাকক্ষে প্রবেশ করেন প্রযোজক মোহাম্মদ ইকবাল। চেয়ারে বসেই তিনি আবদুল আজিজকে হাত উঁচু করে থামিয়ে দেওয়ার নানা চেষ্টা করেন। তার দিকে ভ্রুক্ষেপ না করেই আবদুল আজিজ তার বক্তব্য প্রদান অব্যাহত রাখেন।
এমন সময় সভাকক্ষের টেবিল চাপড়াতে থাকেন মোহাম্মদ ইকবাল। একপর্যায়ে তিনি দাঁড়িয়ে যান, অশ্রাব্য ভাষায় আবদুল আজিজকে গালিগালাজ করেন। পরে তা ব্যাপক আলোচনা-সমালোচনায় চলে আসে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ২:২৩ অপরাহ্ণ