১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

নিখোঁজের চারদিন পর ডোবায় মিলল শিক্ষ‌কের লাশ

নিজস্ব প্রতিবেদক:

কু‌ষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের চারদিন পর আব্দুল জব্বার (৭০) না‌মে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষ‌কের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। বুধবার সকা‌লে কুমারখালী উপ‌জেলার নন্দলালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের একটি ডোবা থেকে লাশ‌টি উদ্ধার করা হয়। নিহত আব্দুল জব্বার নন্দলালপুর ইউনিয়নের পুটিয়া এলাকার মৃত রমজান আলীর ছে‌লে।

নন্দলালপুর (ইউপি) চেয়ারম্যান নওশের আলী বিশ্বাস জানান, কুমারখালীর জে,এন উচ্চ বিদ্যাল‌য়ের শিক্ষক ছি‌লেন আব্দুল জব্বার। সাত বছর আগে তি‌নি অবস‌রে যান। গত শ‌নিবার থে‌কে আব্দুল জব্বার নি‌খোঁজ ছি‌লেন। তিনি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়‌নি। বুধবার সকা‌লে গ্রা‌মের এক‌টি ডোবাতে এক‌ বৃ‌দ্ধের লাশ ভাস‌তে দে‌খে স্থানীয়রা তার প‌রিবার‌কে খবর দেয়। পরে প‌রিবা‌রের সদস্যরা লাশ‌টি সনাক্ত ক‌রেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুল খা‌লেক জানান, এ ব্যাপা‌রে কুমারখালী থানায় এক‌টি সাধারণ ডায়েরি করেছিলেন নি‌খোঁজের প‌রিবার। ময়নাতদ‌ন্তের জন্য লাশ‌টি উদ্ধার ক‌রে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে তদন্ত চল‌ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ১২:৪০ অপরাহ্ণ