নিজস্ব প্রতিবেদক:
ভোলায় গত ১৬ মাসে ৭১৩টি মাদক মামলায় ৯১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তারা বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। এরমধ্যে রয়েছে ২৩ হাজার ৩৪৫ পিস ইয়াবা, ১০৬ কেজি ৪৭৯ গ্রাম গাঁজা, ১০১ বোতল ফেন্সিডিল, ৬৮৭ ক্যান বিয়ার ও ছয় লিটার বিদেশি মদ।
ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন জানান, অতীতের যেকোনো সময়ের চেয়ে তার সময়ে ভোলায় সর্বোচ্চ মাদকের মামলা হয়েছে। মাদক দমনে পুলিশ অভিযান অব্যাহত আছে। ২৮ নভেম্বর পর্যন্ত ৪৫টি মামলায় ৫৫ জন মাদকসেবী গ্রেফতার হয়েছে। এসব অভিযানে ১৩ কেজি ৬৪ গ্রাম গাঁজা ও দুই ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, ১৮ অক্টোবর জেলার বিভিন্ন উপজেলার ৫৫ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। এছাড়া ৪৩ জন জীনের বাদশাকে গ্রেফতার করা হয়েছে। পর পর দুইবার মাদক উদ্ধার ও মামলায় বরিশাল বিভাগে ভোলা জেলা প্রথম হয়।
দৈনিক দেশজনতা /এমএইচ