১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০১

কুষ্টিয়ার আমলা সরকারি ডিগ্রি কলেজ পেল ৯ শিক্ষা ক্যাডার

নিজস্ব প্রতিবেদক:

নতুন করে ৯ জন বিসিএস শিক্ষা ক্যাডার পেল কুষ্টিয়ার আমলা সরকারি ডিগ্রি কলেজ। ২৬ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আমলা সরকারি ডিগ্রি কলেজের ৯টি পদে শিক্ষক পদায়নের আদেশ দেওয়া হয়।

.পদগুলো হলো- সহকারী অধ্যাপক ইংরেজি, দর্শন, অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পদার্থবিজ্ঞান ও রসায়ন। এ ছাড়া প্রভাষক পদে রাষ্ট্রবিজ্ঞান, গণিত ও প্রাণিবিজ্ঞান বিভাগে একটি করে মোট ৯টি। আমলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মহব্বত হোসেন বলেন, ‘শিক্ষক সংকটের কারণে আমরা অনার্স কোর্স চালুর জন্য আবেদন করতে পারিনি। মঙ্গলবার সকালে নতুন ৯ শিক্ষক নিয়োগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি চিঠি পেয়েছি। এবার কলেজে অনার্স চালুর জন্য আমরা আবেদন করব। সেই সাথে নতুন শিক্ষকরা যোগদান করলে উচ্চ শিক্ষার দ্বার উন্মোচিত হবে।’১৯৭২ সালের ১ জুলাই বীর মুক্তিযোদ্ধা কৃষকনেতা শহীদ মারফত আলী এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে কলেজটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৮৭ সালের ৩ নভেম্বর কলেজটিকে জাতীয়করণ করা হয়। বর্তমানে জাতীয়  বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) কোর্স চালু রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ৯:৩৭ পূর্বাহ্ণ