দৈনিক দেশজনতা ডেস্ক: (ঢাকা, ১৮ মে’১৭)
‘যুক্তি দিয়ে মুক্ত হোক রবি-লালনের ভূমি’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপি ‘ইকো ফুড চতুর্থ এনডিএফ বিডি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব-২০১৭’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথ ভাবে আয়োজন করে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ও ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
অনুষ্ঠান শুরুর আগে কেন্দ্রীয় মিলনায়তনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিতর্ক উৎসবে মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ) এর সভাপতি এ.কে.এম শোয়েব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, আন্তর্জাতিক বিতর্কে প্রতিনিধিত্ত্বকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শামীম রেজা, এনডিএফ এর পরিচালক ডা: আরফিন, কাজী রুহুল আমিন, অভিনেতা শহিদুল ইসলাম সাচ্ছু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর প্রফেসর ড. মামুনুর রহমান।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশেন, কথা বলার বাচন ভঙ্গি ও উচ্চারনের উপর প্রশিক্ষন, আঞ্চলিক বিতর্ক, ক্যারিয়ার নির্বাচন, কমেডি বিতর্ক উপস্থাপন ও বিতর্কের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। বিতর্ক উৎসবে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ খুলনা বিভাগের ১০টি জেলার সেরা ২২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ৮০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে এনডিএফবিডি সনদ তুলে দেওয়া হয়।
দৈনিক দেশজনতা/এমএম
সময়- ১৮:২৫