স্পোর্টস ডেস্ক:
বিপিএলের ৩১তম ম্যাচে বাবর আজমের অর্ধ শতক ও সাব্বির রহমানের নৈপুণ্যে রংপুর রাইডার্সকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে সিলেট সিক্সার্স। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে নাসিরের দল।
এর আগে টস জিতে সিলেটকে সিক্সার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুর রাইডার্সের অধিানায়ক মাশরাফি বিন মর্তুজা। আর শুরুতেই অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে সিলেট শিবিরে জোড়া আঘাত হানেন রংপুরের নাজমুল ইসলাম অপু। নিজের প্রথম দুই ওভারেই একে একে সিলেটের নুরুল হাসান ও নাসির হোসন দুজনকেই সাজঘরে পাঠান এ বাঁহাতি অর্থোডক্স বোলার। এরপর আন্দ্রে ফ্লেচারকেও নিজের শিকারে পরিণত করে নাজমুল। বাবর আজমকে রান আউটও করেছেন নাজমুল। তবে শেষ দিকে বিধ্বংসী হয়ে উঠা সাব্বিরকে সাজঘরে ফেরান অধিনায়ক মাশরাফি।
সিলেটের হয়ে বাবর ৫৪, সাব্বির ৪৪ ও ফ্লেচার ২৬ রান করেন। আর রংপুরের হয়ে নাজমুল অপু ৩টি উইকেট ও মাশরাফি ১টি উইকেট নেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

