১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৩

ট্রেনের ধাক্কায় শতাধিক বলগা হরিণের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনআরকে জানায়, শনিবার এক ট্রেনের ধাক্কায় ৬৫ টি হরিণের মৃত্যু হয়। এর আগে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৪১টি হরিণ মারা যায় একই কারণে।  ৬৫ হরিণের মালিক হেনরিক কাপজেল এনআরকে বলেন, ‘এই মৃত্যু একেবারেই অস্বভাবিক। মেনে নেওয়া সম্ভব না।’ নরওয়েতে প্রায় ২ লাখ ৫০ হাজার বলগা হরিণের বাসস্থান এবং তাদের বেশিরভাগই দেশটির উত্তর-পশ্চিমে চারণ করে বলে জানা যায়। বছরের এই সময়ে এসব গবাদি হরিণদের শীতকালীন চারণ ভূমির সন্ধানে নিয়ে যাওয়া হয়। এতে চলাচল করতে গিয়ে এসব হরিণ গাড়ি ও ট্রেনের সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারায়।
উল্লেখ্য, উত্তর নরওয়ের এ রেললাইনে ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দুই হাজারেরও বেশি বলগা হরিণের মৃত্যু হয়। প্রতিবছর এ সময়ে হরিণের মৃত্যু এড়াতে রেললাইনের পাশে বেড়া লাগানোর দাবি জানানো হয় রেলওয়ে কর্তৃপক্ষের কাছে। কিন্তু অর্থ যোগান না হওয়ায় সেটি শুরু করা যাচ্ছে না বলে জানায় তারা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৮, ২০১৭ ৩:৪৮ অপরাহ্ণ