১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

রোহিঙ্গাদের পুনর্বাসনে ২ হাজার ৩১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসনে ২ হাজার ৩১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার রাজধানী এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে আশ্রয়ন-৩। যার অধীনে ভাসানচরে ১ লাখ ৩ হাজার ২শ’ রোহিঙ্গা শরণার্থীর আবাসন নিশ্চিত করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৮, ২০১৭ ২:৩৯ অপরাহ্ণ