১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী-বিএসএফের গুলিতে মোজাফফর হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মোজাফফর দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। আজ মঙ্গলবার ভোরে ওই সীমান্তের ৩১৩ সিএস পিলারের নিকটে এ ঘটনা ঘটে।

বিএসএফের গুলিতে মোজাফফর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল ইসলাম। তিনি জানান, আজ মঙ্গলবার ভোররাতে ৭-৮ জনের একটি দল সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভারতীয় ৪১ বিএসএফের সদস্যরা গুলি করেন। এতে ঘটনাস্থলেই মোজাফফর হোসেন মারা যান। নিহতের লাশ সীমান্তের শূন্যরেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবর হেফাজতে রাখা হয়েছে।

লে. কর্নেল সাইফুল বলেন, এ বিষয়ে একটি পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম শেষে মোজাফফরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ২৮, ২০১৭ ২:২২ অপরাহ্ণ