নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চৌকিঘাট গ্রামে এ ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত নিহত ডাকাতদের নাম জানাতে পারেনি পুলিশ।
কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বিষটি নিশ্চিত করে জানান, রাতে একদল সশস্ত্র ডাকাত চৌকিঘাট গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এসময় এলাকাবাসী টের পেয়ে ডাকাতদলকে ধাওয়া করে দুইজনকে আটক করে। পরে ওই দুই ডাকাতকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তারা।
তিনি আরও জানান, এখনো পর্যন্ত নিহত ডাকাতদের নাম জানা যায়নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।