১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৭

শ্রীলঙ্কাকে লজ্জায় ডুবাল ভারত

স্পোর্টস ডেস্ক:

নাগপুর টেস্টে দ্বিতীয় ইনিংস না খেলেই জিতলো ভারত। প্রথম ইনিংসে তাদের করা পাহাড় সমান রান পেরনো তো দুরের কথা দুই শ’ও করতে পারেনি শ্রীলঙ্কা। সব উইকেটে হারিয়ে তাদের সংগ্রহ ছিল ১৬৬ রান। ফলে এক দিন বাকি থাকতেই ২২৯ রানের জয় তুলে নেয় পায় বিরাটরা।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন দীনেশ চান্দিমাল। এছাড়া কেউ ভারতীয় বোলারদের তোপের মুখে বেশিক্ষণ টিকতে পারেননি। শূন্য রানে আউট হয়েছেন চারজন।

এর আগে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাট করতে নামে সফররত শ্রীলংকা। মাত্র ২০৫ রানে অল-আউট হয়ে যায় তারা। জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি এবং রোহিত শর্মা, পুজারা ও বিজয়ের সেঞ্চুরিতে ৬১০ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। ৪০৫ রানের লিড নেয় বিরাট অ্যান্ড কোং।

ভারতের বিশাল রান তাড়া করতে গিয়ে শুরুতে উইকেট হারায় শ্রীলঙ্কা। তারপর তেমন কোনো বড় জুটি করতে পারেনি তারা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক চান্দিমাল। ৮২ বল খেলে ৬১ রান করে জাদেজার বলে আউট হয়ে যান তিনি। সুরাঙ্গা লাকমল অপরাজিত থেকে করেন ৩১ রান। ১৬৬ রানে অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা।

ভারতে হয়ে অশ্বিন নেন চারটি উইকেট। শর্মা, জাদেজা ও যাদব নেন দুটি করে উইকেট।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :নভেম্বর ২৭, ২০১৭ ৬:১৩ অপরাহ্ণ