১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৩

লুইসের ব্যাটিংয়ে ঢাকার জয়

স্পোর্টস ডেস্ক:

বিপিএলের পঞ্চম আসরের সোমবারের ম্যাচে বড় সংগ্রহ গড়েও জিততে পারেনি চিটাগং। এভিন লুইসের ৩১ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংসে বন্দর নগরীর দলটিকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল ঢাকা ডায়নামাইটস।

২৯তম ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটে হারালো ঢাকা ডায়নামাইটস। টানা দু’ম্যাচ হারের পর জয়ের দেখা পেল ঢাকা। এই জয়ে ৯ খেলায় ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে উঠলো সাকিব আল হাসানের ঢাকা। অপরদিকে, ৯ খেলায় ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো সৌম্য-তাসকিনের চিটাগং।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রানের পাহাড় গড়ে চিটাগং ভাইকিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে লুইসের তাণ্ডবে ৭ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা ডায়নামাইটস।ওপেনিংয়ে নেমে ৩১ বলে ৩টি চার ও ৯টি ছক্কায় ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ঢাকার জয়ের ভিত গড়ে দেন এভিন লুইস। এছাড়া জো ডেনলি ৩৯ বলে ৪৪, ক্যামেরন ডেলপোর্ট ২৪ বলে ৪৩ ও অধিনায়ক সাকিব আল হাসান ১৭ বলে ২২ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

চিটাগং ভাইকিংসের হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, তানভির হায়দার ও রায়াদ এমরিত।

অথচ ১৮৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা বাজে ছিল ঢাকা ডায়নামাইটসের। তাসকিনের করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে লুক রনকির হাতে ক্যাচ দিয়ে শহিদ আফ্রিদি ফিরে গেলে হোঁচট খায় ঢাকা। তবে দ্বিতীয় উইকেটে ডেনলিকে নিয়ে ৬৫ বলে ১১৮ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন লুইস।
পরপর লুইস ও ডেনলি বিদায় নিলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে থাকে চিগাগং ভাইকিংস। তবে সাকিব ও ডেলপোর্টের জুটিতে মিইয়ে যায় সেই স্বপ্ন। এই দুজন ৩৯ রানে ৬৭ রানের অপরাজিত জুটি গড়ে ঢাকাকে জিতিয়েই মাঠ ছাড়েন।

এর আগে এনামুল হক বিজয় ও লুক রনকির দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে চিটাগং ভাইকিংস। এনামুল ৪৭ বলে ৭৩, রনকি ৪০ বলে ৫৯ এবং সিকান্দার রাজা করেন ১১ বলে ২৬ রান। ঢাকা ডায়নামাইটসের হয়ে একটি করে উইকেট সাকিব, সুনিল নারিন, আবু হায়দার ও মোহাম্মদ শহীদ।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :নভেম্বর ২৭, ২০১৭ ৫:৫৪ অপরাহ্ণ