১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৭

বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৮ মে’১৭
ঝিনাইদহের কালীগঞ্জের বৈশাখী তেল পাম্প এলাকায় বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে। এ সময় আরো অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ১০জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে কালীগঞ্জগামী শাপলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে চাপা দেয় এবং পার্শ্ববর্তী কড়াইগাছে ধাক্কা লাগে। এ সময় এই হতাহতের ঘটনা ঘটে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএস প্রফুল্ল কুমার মজুমদার জানান, হাসপাতালে প্রায় ৩০জনকে আনা হয়। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা/এমএম

সময়- ১৭:৩৬

প্রকাশ :মে ১৮, ২০১৭ ৫:৩৬ অপরাহ্ণ