২৩শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৮

ছাত্রদলের সাধারণ সম্পাদক কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

আট দিনের রিমান্ড শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে কারাগারে পাঠিয়েছেন আাদালত।সোমবার ঢাকা মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে ১৯ নভেম্বর রাজধানীর পল্টন থানার নাশকতার পৃথক দুই মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর আট দিনের রিমান্ড দেয় আদালত।

এদিন তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে  পল্টন থানার দুই মামলায় ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দুই মামলার একটিতে পাঁচ দিন ও আরেকটিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে ১৮ নভেম্বর দুপুরে প্রেসক্লাব থেকে যাওয়ার পথে ছাত্রদলের সাধারণ সম্পাদক মিন্টুকে গ্রেফতার করে পুলিশ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৭, ২০১৭ ৪:২৩ অপরাহ্ণ