আন্তর্জাতিক ডেস্ক:
জিম্বাবুয়ের রাজনীতিতে রবার্ট মুগাবের ভূমিকা অব্যাহত থাকবে বলে বিবিসিকে জানিয়েছেন দেশটির ধর্মীয় যাজক ফাদার ফিদেলিস মুকোনোরি। তিনি মুগাবেকে পদত্যাগ করতে রাজি করিয়েছিলেন। ফাদার ফিদেলিস মুকোনোরি জানান, তিনি (মুগাবে) একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে উপদেষ্টা হিসেবে কাজ করতে পারেন। এমনকি নতুন প্রেসিডেন্টকে তিনি পরামর্শ দিতে পারেন।
এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গৃহবন্দি থাকার পর নিজ দল ও জনগণের চাপের প্রেক্ষিতে গত মঙ্গলবার ৯৩ বছর বয়সী রবার্ট মুগাবে পদত্যাগ করেন। তিনি স্বাধীনতার পর থেকে ৩৭ বছর পর্যন্ত দেশটি শাসন করেন। মুগাবের এক সময়কার ঘনিষ্ট সহযোগী প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবা শুক্রবার দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাকে বরখাস্তের মধ্য দিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট থেকে সামরিক হস্তক্ষেপে অবসান ঘটে মুগাবে যুগের। ফাদার মুকোরোনির হাতেই জনগণের সামনে শপথ নেন এমারসন।
সামরিক বাহিনী ও মুগাবের মধ্যে মধ্যস্থতা করেন প্রাক্তন প্রেসিডেন্টের ঘনিষ্ট হিসেবে পরিচিত ৭০ বছর বয়সী মুকোরোনি। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হওয়ায় রাজধানীতে আয়োজিত এক প্রার্থনা শেষে চার্চের সামনে তিনি বিবিসিকে বলেন, বয়োজ্যেষ্ঠদের থেকে পরামর্শ নেয়া আফ্রিকার নীতি। শপথ বক্তৃতায় এমারসনের বাক্য উদ্ধৃত করে মুকোরোনি বলেন, তিনি (এমারসন) তাকে (মুগাবে) ‘আমার পিতা, আমার নেতা, আমার পরামর্শক’ হিসেবে উল্লেখ্য করেন। এখন বলেন, তিনি (এমারসন) কি তার পিতা, নেতা ও পরামর্শক থেকে দূরে থাকতে পারেন? এ সময় তিনি জানান, মুগাবে এবং তার স্ত্রী গ্রেস তাদের বাড়িতেই অবস্থান করছেন এবং দেশ ছেড়ে যাওয়ার তাদের কোন পরিকল্পনা নেই।
দৈনিক দেশজনতা /এমএইচ