২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৩৯

ফের ব্লু হোয়েল’র ফাঁদে পড়ে প্রাণ গেল যুবকের

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের কাটোয়ায় ব্লু হোয়েল’র ফাঁদে পড়ে প্রাণ গেল আরো এক যুবকের। যুবকের লাশের পাশে মিলল সূচ। নিহতের বাঁ হাতে একাধিকবার সূচ ফোটানোর চিহ্নও রয়েছে। জানা যায়, দু’বছর আগে মাধ্যমিকে ফেল করার পর পড়াশোনা ছেড়ে দেয় সৌরভ চিত্রকর (১৯)। বাবা জয়দেব চিত্রকরকে ব্যবসার কাজে সাহায্য করত সে। নিহতের পরিবারের দাবি, শনিবার নির্দিষ্ট সময়ের পরেও ঘুম থেকে না ওঠায় সৌরভকে ডাকতে যায় মা। কিন্তু ডাকাডাকি করেও সাড়া মেলেনি! ঘরের দরজা ভেঙে উদ্ধার হয় যুবকের লাশ।
নিহত যুবকের প্রতিবেশীরা বলেন, জানালা দিয়ে দেখতে পাচ্ছি, ভিতরে পড়ে রয়েছে। সাড়া দিচ্ছে না। দরজা ভাঙলাম। ভিতরে ঢুকলাম। ব্যাঙের মতো পড়ে আছে। দেখলাম হাতে ফুটো ফুটো দাগ। পাশে সূচ পড়ে আছে। আত্মীয়দের বক্তব্য, বেশিরভাগ সময়তেই স্মার্টফোনে গেম খেলতেন সৌরভ। তখন কেউ কিছু আঁচ করতে না পারলেও, এখন পরিজন ও প্রতিবেশীদের দাবি, নীল তিমি ফাঁদে পড়েই অকালে ঝড়ে গেল যুবকের প্রাণ।
পুলিশ সূত্র ও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সৌরভের বাঁ হাতে সূচ দিয়ে বিদ্ধ করার দাগ ছিল। বাঁ হাতে সূচ ফুটিয়ে ফুটিয়ে রেখাচিত্র করার দাগ স্পষ্ট। পায়ে ও বগলেও সূচ ফোটানোর দাগ। রক্তের দাগ ছিল। চিকিৎসকদের বক্তব্য, বগল দিয়ে ঢোকানো সূচই হৃদপিণ্ডে ঢুকে যায়, তার জেরে রক্তক্ষরণ, মৃত্যু। দেশটির পুলিশ সূত্রে দাবি, এখনও সৌরভের মোবাইল ফোনের প্যাটার্ন লক খোলা যায়নি। এ ব্যাপারে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। কথা বলা হচ্ছে যুবকের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও। তবে তদন্তকারীরা একপ্রকার নিশ্চিত, সূচ দিয়ে প্রতিদিন একটু একটু করে সৌরভ নিজের হাতে কিছু একটা আঁকছিলেন! যে অবয়ব পাওয়া গিয়েছে, বাঁ হাতের কনুই ও কব্জির মাঝে! নিহত যুবকের দাদি বলেন, ব্লু হোয়েল খেলতে গিয়ে ও শেষ হয়ে গেল। দাদা-বউদির কোল খালি হল। যেন আর কারও না হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৭, ২০১৭ ১১:৫০ পূর্বাহ্ণ