১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৩

লুটপাটের অর্থের যোগান দিতে বিদ্যুতের দাম বৃদ্ধি: জামায়াত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রোববার রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী। ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য শামসুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রোববার সকাল ৯টায় ধানমন্ডি সিটি কলেজের সামনে থেকে বের হয়ে পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান বলেন, আওয়ামী সরকার তাদের সীমাহীন দূর্নীতি ও লাগামহীন লুটপাটের অর্থের যোগান দিতেই সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করছে।

মিছিল শেষে সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১০ সালের ১ মার্চ থেকে এ পর্যন্ত মোট আটবার বিদ্যুতের খুচরা দাম বাড়ানো হয়। এবার আরেক দফা বাড়ানো হলো বিদ্যুতের দাম। এই দফায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানো হয়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় যেমন বাড়বে, তেমনি ব্যবসা বাণিজ্যেও পড়বে এর বিরূপ প্রভাব। বাড়বে উৎপাদন খরচও। ফলে সার্বিকভাবে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। ফলে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ কামাল হোসাইন, মহানগরী মজলিসে শুরা সদস্য অধ্যাপক নুর নবী, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, আমিনুর রহমান, মতিউর রহমান, মহিব্বুল্লাহ ফরিদ, মাহবুবুর রহমান, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্ব সভাপতি সোহেল রানা মিঠু, ঢাকা কলেজ সভাপতি মেহেদি হাসান সানি, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি মু. মাসুম তারিক, জামায়াত নেতা মুতাসিম বিল্লাহ, আব্দুস সাত্তার সুমন, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মারুফ, সাইয়েদ মু. জুবায়ের প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২৬, ২০১৭ ৬:১৮ অপরাহ্ণ