নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬ লাখ টাকার আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারফ্রেইট ইউনিট। রোববার সকালে ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার সুমন চাকমা এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার রাতে দুবাই থেকে উইন্টার ফ্যাশনের ব্যক্তিগত পণ্যদ্রব্য নামে চালানটি ঘোষণা করা হয়। ইনভেনট্রি করার সময় চালান খুলে ১ হাজার ১৭৮ কার্টন বিদেশি সিগারেট পায় কাস্টমস কর্মকর্তারা।
সুমন চাকমা জানান, পণ্য চালানটির ইনভয়েসে ব্যক্তিগত দ্রব্যাদি ঘোষণা থাকলেও সিগারেট পাওয়া গেছে। এটি দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর ৩২ ধারার লঙ্ঘন। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধুমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না।
কাস্টমসের এই কর্মকর্তা আরও জানান, সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ করা ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেটগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ