স্পোর্টস ডেস্ক:
টেস্টে ইংল্যান্ড বেশ ধারাবাহিক, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ দুই টেস্ট সিরিজই জিতেছে। অন্যদিকে নিজেদের শেষ টেস্ট সিরিজে প্রথমবারের মত বাংলাদেশের কাছে একটি টেস্ট হেরেছে অস্ট্রেলিয়া। তারপরও অ্যাশেজের প্রথম টেস্টের আগে কোন দলকেই ফেবারিট বলা যাচ্ছিল না। ব্রিজবেনের গ্যাবা মাঠে গত ২৯ বছরে কোন টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। কিন্তু সেখানে ইংলিশদের ভেঙে দিয়ে চতুর্থ দিনেই যে তারা জয়ের দোরগোড়ায় চলে যাবে তাও কেউ ভাবেনি। ইংল্যান্ডের দেয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১১৪ রান তুলেছে অস্ট্রেলিয়া। পঞ্চম দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন আর ৫৬ রান।
২ উইকেটের বিনিময়ে ৩৩ রান নিয়ে দিনের শুরুটা দেখেশুনেই করেছিল ইংল্যান্ড। আগের দিনের অপরাজিত ওপেনার মার্ক স্টোনম্যানকে তুলে নিয়ে প্রথম আঘাত হানেন ডানহাতি স্পিনার নাথান লায়ন। পরের উইকেটটিও লায়নের। ৪ রান করা ডেভিড মালানকে অধিনায়ক স্টিভ স্মিথের ক্যাচ বানান তিনি। এর মাঝে নিজের হাফসেঞ্চুরি তুলে নেন ইংলিশ অধিনায়ক জো রুট। ব্যক্তিগত ৫১ রানে তাকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে বিদায় করেন ডানহাতি পেসার জশ হ্যাজলউড।
অলরাউন্ডার মঈন আলি ও উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারেস্টো যা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দলীয় ১৫৫ রানে মঈনকে ফিরিয়ে অজিদের শঙ্কা দূর করেন সেই লায়ন। তবে এই আউটটি নিয়ে বেশ বিতর্ক চলছে। এরপর ৪০ রানের মাঝে শেষ ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লেজ মুড়ে দেয় অজি পেসাররা। তিনটি উইকেট নেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। অন্যটি ডানহাতি প্যাট কামিন্সের। লায়নও পেয়েছেন ৩ উইকেট। ইংল্যান্ড ৭১.৪ ওভারে ১৯৫ রানে অল আউট হয়ে গেলে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান।
দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে কোন উইকেট হারায়নি অজিরা। অভিষিক্ত ওপেনার ক্যামেরন ব্যানক্রফট নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। অন্যপ্রান্তে ডেভিড ওয়ার্নারও করেছেন ক্যারিয়ারের ২৫ তম ফিফটি। ব্যানক্রফট ৫১ ও ওয়ার্নার ৬০ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস : ৩০২ (১১৬.৪ ওভার) (কুক ২, স্টোনম্যান ৫৩, ভিন্স ৮৩, রুট ১৫, মালান ৫৬, মঈন ৩৮, বেয়ারেস্টো ৯, ওকস ০, ব্রড ২০, বল ১৪, অ্যান্ডারসন ৫*; স্টার্ক ৩/৭৭, হ্যাজলউড ১/৫৭, কামিন্স ৩/৮৫, লায়ন ২/৭৮)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩২৮ (১৩০.৩ ওভার) (ব্যানক্রফট ৫, ওয়ার্নার ২৬, খাজা ১১, স্মিথ ১৪১*, হ্যান্ডসকম্ব ১৪, মার্শ ৫১, পেইন ১৩, স্টার্ক ৬, কামিন্স ৪২, হ্যাজলউড ৬, লায়ন ৯; অ্যান্ডারসন ২/৫০, ব্রড ৩/৪৯, মঈন ২/৭৪, ওকস ১/৬৭, বল ১/৭৭, রুট ১/১০)।
ইংল্যান্ড ২য় ইনিংস : ১৯৫ (৭১.৪ ওভার) (কুক ৭, স্টোনম্যান ২৭, ভিন্স ২, রুট ৫১, মালান ৪, মঈন ৪০, বেয়ারেস্টো ৪২, ওকস ১৭, ব্রড ২, বল ১, অ্যান্ডারসন ০*; স্টার্ক ৩/৫১, হ্যাজলউড ৩/৪৬, কামিন্স ১/২৩, লায়ন ৩/৬৭, স্মিথ ০/৮)।
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ১১৪* (৩৪ ওভার) (ব্যানক্রফট ৫১*, ওয়ার্নার ৬০*; অ্যান্ডারসন ০/১৭, ব্রড ০/১৪, মঈন ০/২৩, ওকস ০/৩১, বল ০/১৭, রুট ০/১০)।
দৈনিকদেশজনতা/ আই সি