১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫৭

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি সেনাদের যুক্তরাজ্যের গোপন প্রশিক্ষণ

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: 

ইয়েমেনে হামলার জন্য সৌদি সেনাবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্যের সেনাবাহিনী। গোপন এ প্রশিক্ষণের সাংকেতিক নাম দেয়া হয়েছে ‘অপারেশন ক্রসওয়ে’।  প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের ইয়েমেনে যুদ্ধ করতে পাঠানো হবে।  সৌদি আরবের রয়্যাল সৌদি ল্যান্ড ফোর্স ইনফ্যান্ট্রি ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ দিচ্ছেন যুক্তরাজ্যের রয়্যাল রেজিমেন্ট অব স্কটল্যান্ডের প্রশিক্ষকরা। এ কাজের জন্য যুক্তরাজ্যের প্রায় ৫০ জন সামরিক প্রশিক্ষক বর্তমানে সৌদিতে অবস্থান করছেন। যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক অনুসন্ধানী প্রতিবেদনে আজ রোববার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সৌদি সামরিক আগ্রাসনের ফলে সেখানে ব্যাপক ক্ষতি হয়। দুর্ভিক্ষের কারণে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।  জাতিসংঘের হিসাবমতে, চলতি বছরে প্রায় দেড় লাখ শিশু মৃত্যুর প্রহর গুনছে।
এমন পরিস্থিতিতে সৌদি সেনাবাহিনীকে সহযোগিতা করা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের টোরি পার্টির সংসদ সদস্য এন্ড্রিউ মিশেল। সৌদি আরবে সেনাবাহিনীর ভুলবশত প্রকাশিত কিছু ছবি থেকে গোপন এ প্রশিক্ষণ সম্পর্কে তথ্য প্রকাশ হয়ে পড়েছে। ছবিগুলোতে প্রশিক্ষণরত অবস্থায় যুক্তরাজ্যের সেনাদের দেখা যাচ্ছে।
এ বিষয়ে সংসদ সদস্য এন্ড্রিউ মিশেল যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন। তিনি বলেন, সৌদি আরবের সামরিক কার্যক্রম সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী তা ব্যাখ্যা করতে হবে। তিনি বলেন, লজ্জাজনকভাবে যুক্তরাজ্য সৌদি আরবকে ইয়েমেনের ব্যাপারে সহযোগিতা করছে। আর সৌদি আরব সেখানে যা করছে তা সুস্পষ্টভাবে জেনেভা কনভেনশনের লঙ্ঘন। আমি মনে করি এ বিষয়ে সংসদে বিস্তারিত তথ্য প্রকাশ করা উচিত।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :নভেম্বর ২৬, ২০১৭ ২:১৯ অপরাহ্ণ