নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফৌজিয়া মোসলেম সিলভী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অটোরিকশা চালককে গ্রেপ্তারসহ আট দফা দাবিতে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সোনাপুর জিরো পয়েন্টে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রায় ঘণ্টাব্যাপী চলা অবরোধে সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দুর্ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলও এখনো ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়নি। তাই ফৌজিয়া নিহতের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রাশাসনের প্রতি আহবান জানান তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
উল্লেখ্য গত ১৯ নভেম্বর বাড়ি থেকে অটোরিকশাযোগে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে সোনাপুর-চরজব্বর সড়কের ঠক্কর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মেধাবী ছাত্রী ফৌজিয়া মোসলেম সেলভী নিহত হয়।
দৈনিক দেশজনতা /এমএইচ