১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪০

ময়মনসিংহে স্কুলছাত্র খুনের আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছায় নবম শ্রেণির ছাত্র ফজলুকে ছুরিকাঘাতে খুনের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে আশিকুর রহমান আশিককে গ্রেপ্তার করা হয় বলে মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক ওয়াজেদ আলী জানিয়েছেন। আশিক সত্রাশিয়ার বাসিন্দা হোসেন আলী লেলুর ছেলে। গ্রেপ্তারের সময় হত্যা মামলার আসামি আশিক বাড়ির পাশে একটি মৎস খামারে লুকিয়ে ছিল। আজ রবিবার তাকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ কর্মকর্তা ওয়াজেদ আলী বলেন, মাত্র ২০ টাকার চাঁদার ঘটনাকে কেন্দ্র করে তারই বন্ধুদের ছুরিকাঘাতে নিহত হয় গন্ধর্বপুর গ্রামের রব্বানীর ছেলে আরকে স্কুলের ছাত্র ফজলু। গ্রেপ্তার আশিকের সাথেই প্রথম ঝগড়া হয় নিহত ফজলুর। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের কান্দাপাড়া প্রাইমারি স্কুল এলাকায় ফজলুকে হত্যা করা হয়। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ মোল্লা জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ২৬, ২০১৭ ১০:১৭ পূর্বাহ্ণ