১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উন্নতমানের অ্যান্টি ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে। গত বৃহস্পতিবার কাজাখস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। এই প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর আকাশকে নিরাপত্তা দেবে। সঠিকভাবেই মিসাইলটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ২:১৪ অপরাহ্ণ