নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বন্দরে শনিবার সকাল সাড়ে ১০টায় মালিকানাধীন পাট ও ধানের ৭টি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পাট, ধান, সরিষা, কালজিরা, ধনে ও চাল, প্লাস্টিকের কারখানাসহ গুদামঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, ব্যবসায়ী সোহরাব হাওলাদার ও মজিবর মাদবরের পাটের গুদামের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শরীয়তপুর ,মাদারীপুর ,ডামুড্যা ভেদরগঞ্জ ও গোসাইরহাট ফায়ার স্টেশনের দমকল কর্মীরা এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে স্থানীয় লোকের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গুদামের মালিক সিরাজুল হক মোল্যা বলেন, সকাল সাড়ে ১০টায় আকস্মিকভাবে আগুন লেগে নদীর পাড়ের পাট ও ধান গুদামসহ প্রায় ৭টি গুদাম ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ২ কোটি টাকা। শরীয়তপুর ফায়র সার্ভিসের উপসহকারী পরিচালক মো. নিয়াজ আহম্মেদ বলেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা হয়নি। তবে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ