২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৯

চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ৪ পেশাদার গাড়ি চোর আটক

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম ও কক্সবাজারে অভিযান চালিয়ে পেশাদার গাড়ি চোরচক্রের চার সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এই চোরচক্রের মূল টার্গেট চার চাকার গাড়ি বলে জানিয়েছে পুলিশ। শনিবার ভোরে টার চোরকে গ্রেপ্তারের তথ্য সাংবাদিকদের জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির। আটক চোরদের কাছ থেকে তিনটি চোরাই প্রাইভেট কার এবং পাঁচটি মাইক্রোবাস উদ্ধারের কথাও জানিয়েছেন এডিসি হুমায়ুন।
আটক চারজন হলেন, ইউসুফ প্রকাশ ইছহাক (৬০), লিটন সেন (৩৪), হায়দার আলী প্রকাশ মঞ্জু (৩৪) এবং নূরুল আলম (২৩)। অভিযানকারী টিমের সদস্য গোয়েন্দা পরিদর্শক প্রিটন সরকার জানান, হায়দার নগরীর হালিশহর এলাকায় থাকেন। আগে মোটরসাইকেল চুরি করতেন। এখন শুধু চার চাকার গাড়িই চুরি করেন। ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রাইভেট কার, মাইক্রোবাসসহ চার চাকার গাড়ি চুরি করে আনেন হায়দারসহ চক্রের কয়েকজন সদস্য। নূরুল আলম কক্সবাজার এলাকায় চার চাকার গাড়ি চুরি করেন। কক্সবাজারে তার দলনেতা হিসেবে কাজ করেন সালাহউদ্দিন নামে এক দুর্ধর্ষ চোর।
তবে সালাহউদ্দিনকে কক্সবাজারে অভিযান চালিয়েও পুলিশ আটক করতে পারেনি। লিটন সেন ও ইউসুফ ফটিকছড়ি এলাকায় থাকেন। গাড়ি চুরির পর প্রথমে নেওয়া হয় ইউসুফের গ্যারেজে। সেখানে চেসিস নম্বর পরিবর্তন করেন লিটন। এরপর গাড়িটি বিক্রি করা হয়। চক্রের সবাই মিলে টাকা ভাগ করে নেন। গোয়েন্দা পরিদর্শক প্রিটন বলেন, মূল সিন্ডিকেটে ১৫ থেকে ২০ জন আছে। আমরা ১১ জনের নাম-ঠিকানা পেয়েছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ২:০১ অপরাহ্ণ