১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৭

চট্টগ্রামে ৮টি গাড়িসহ চোর চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম ও কক্সবাজারে অভিযান চালিয়ে তিনটি প্রাইভেটকার ও পাঁচটি মাইক্রোবাসসহ গাড়ি চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন ইউসুফ প্রকাশ ইছহাক (৬০), লিটন সেন (৩৪), হায়দার আলী প্রকাশ মঞ্জু (৩৪) এবং নূরুল আলম (২৩)। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানকারী টিমের সদস্য গোয়েন্দা পরিদর্শক প্রিটন সরকার বলেন, মূল সিন্ডিকেটে ১৫ থেকে ২০ জন আছে। আমরা ১১ জনের নাম-ঠিকানা পেয়েছি। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ১০:৫৪ পূর্বাহ্ণ