১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৫

মিশরে জুম্মা নামাজে হামলা, নিহত দেড় শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক:

মিসরের নর্থ সিনাই প্রদেশে মসজিদে বোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫৫ জন নিহত হয়েছে। হামলায় শতাধিক মানুষ আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বীর আল-আবেদ শহরের আল-রাওদা মসজিদে আজ শুক্রবার জুমার নামাজের সময় এ হামলা চালানো হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, চারটি গাড়ি থেকে দুর্বৃত্তরা মুসল্লিদের ওপর হামলা শুরু করে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামলার উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনীর সমর্থকরা। এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

 

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ২৪, ২০১৭ ৭:০৯ অপরাহ্ণ