১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৭

ফিফার র‌্যাঙ্কিংয়ে ১৯২তম বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক:

২০১৮ সালের বিশ্বকাপ বাছাই পর্বের পর নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করলো ফিফা। এতে ১৯২ তম স্থানে আছে বাংলাদেশের নাম।

পয়েন্ট তালিকায় চার ধাপ এগিয়েছে দলটি।

১৯২ তম স্থানে বাংলাদেশের সঙ্গে আছে আরও তিনটি দল। এগুলো হলো কুক আইল্যান্ড, সামোয়া, আমেরিকান সামোয়া। পয়েন্ট তালিকার শেষের নামটি টোঙ্গা (২০৬)।

ক্রিকেটে সেরা দলগুলোর বেশিরভাগেরই অবস্থা করুণ। তালিকায় ১০৫-এ আছে ভারত। ২০০ তম অবস্থানে আছে শ্রীলঙ্কা। পাকিস্তানের অবস্থান ২০১। স্কটল্যান্ড (৩২), অস্ট্রেলিয়া (৩৯), দক্ষিণ আফ্রিকা (৮১), নিউজিল্যান্ড (১২২) আফগানিস্তান (১৪৭)।

পয়েন্ট তালিকায় সেরা পাঁচে আছে জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা ও বেলজিয়াম। দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে বিশ্বকাপ জয়ী স্পেন। সপ্তম স্থানে পোল্যান্ড। অষ্টম স্থানে উঠেছে সুইজারল্যান্ড। নবম স্থানে ও এক ধাপ নেমে দশম স্থানে আছে রাশিয়া বিশ্বকাপের টিকিট কাটতে না পারা চিলি।

১১তম স্থানে নেমে গেছে পেরু। ডেনমার্ক সাত ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠেছে। আর ১৩তম স্থানে কলম্বিয়া। ইতালি আছে ১৪তম স্থানে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন আজ্জুরিরা। তালিকায় ১৫তম স্থানটি ইংল্যান্ডের দখলে।

প্রকাশ :নভেম্বর ২৪, ২০১৭ ৩:০৯ অপরাহ্ণ