বাঞ্ছারামপুর প্রতিনিধি:
আউল-বাউল ও লোকসাহিত্যের বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় সারা বছরই হতে থাকে বাউল গান সহ লোক-সাহিত্যের বিভিন্ন জমজমাট এই আব্দুলা শাহ ।বাঞ্ছারামপুর উপজেলার সদরে আধ্যাত্মিক সাধক দয়াল আব্দুল্লাহ শাহর ছেলে ফকির মো. ফরিদ হোসেন এর উপস্থিতিতে। ৬৩ তম বার্ষিক ওরশ শরিফ ও ভক্ত মিলন মেলা মাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩ দিন ব্যাপী আয়োজিত ওরশ শরিফে প্রথম দিনে বাউল শিল্পী ছিল, আখি সরকার ও রেহানা সরকার। দ্বিতীয় দিনে ছিল সকলের বিভিন্ন আস্তানায় বসা অনেক শিল্পী – শফিক সরকার,পাখি সরকার,শিল্পী সরকার,বাবুল সরকার,আবুল সরকার,হাসি সরকার,আক্রাম দেওয়ান,সাথি সরকার। শেষ দিনে রাতব্যাপী অনুষ্ঠিত হয় বাউল গানের আসর।এতে সভাপতিত করেন খলিলুর রহমান , সার্বিক ততাবধানে কমরুল আহসান গদিনিশিন পীর,লুৎফর রহমান লাতু, মো. বিশেষ অতিথি কামাল আহম্মেদ পৈর যুবলীগ সভাপতি।
এ আসরে ‘বড়পির ও খাজা বাবার জীবনী,পালা পরিবেশিত হয়। এতে বড়পির ভূমিকায় গান করেন জনপ্রিয় শিল্পী বাউল আবুল সরকার গুরুর ভুমিকায়, বাউল শিল্পী আলেয়া সারকার আলো শিষ্যর ভুমিকায় গাইবেন । গুরু-শিষ্য পালা উপভোগ করার জন্য এলাকার শত শত বাউল প্রেমী মানুষ আসরে উপস্থিতি ছিলেন। মো. বিশেষ অতিথি কামাল আহম্মেদ পৈর যুবলীগ সভাপতি, আব্দুল কাদির জিলানি বিপ্লব, মাহমুদুল হাসান ভুইয়া,সৈয়দ মো. খোকন,শফিকুল ইসলাম কমিশনার,নুরুল ইসলাম,ওয়াহিদ মিয়া,মো. মজিবুর রহমান কাদির মিয়া, সার,মো.শামিম মিয়া,আওয়াল মিয়া শ্রমীকলীগ তাজুল ইসলাম নেতা,রিয়াজুল আহম্মেদ রাজন,রাজিব আহম্মেদ, মো.রশিদ,মো.জামাল বেপারি,জালাল উদ্দিন, মো.সুহেল ও উপস্থাপনায় মো. সালে মুসা প্রমুখ।
দৈনিক দেশজনতা /এন আর