২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:২৯

জাবিতে ফের ভর্তি হতে এসে আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে ভর্তি হতে এসে ৭ শিক্ষার্থীসহ মোট ২১ ভর্তিচ্ছুকে জালিয়াতির অভিযোগে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে ভাইভা দিতে আসলে আটক করা হয় ১৪ জনকে।

সবশেষ বৃহস্পতিবার ভর্তি হতে আসা ৪ শিক্ষার্থীকে আটক করে কর্তৃপক্ষ।তারা সকলেই কলা ও মানবিকী অনুষদে (সি ইউনিট) ভর্তি হতে আসেছিল। বিভাগীয় শিক্ষক তাদের হাতের লেখা যাচাই করলে প্রক্সির বিষয়টি ধরা পড়ে।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ণ বিভাগের সহকারী অধ্যাপক আদনান ফাহাদ বলেন, ‘যারা প্রক্সির অভিযোগে আটক হয়েছে তাদের মাধ্যমে প্রক্সিদাতাদের চিহ্নিত করা প্রয়োজন। এছাড়া তাদের জিজ্ঞাবাদের মাধ্যমে ভর্তি জালিয়াতির সাথে জড়িত মুল হোতাদের গ্রেফতার করা সম্ভব বলেও মনে করেন তিনি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ৭:৪৬ অপরাহ্ণ