৫ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:৪৫

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হবিগঞ্জ প্রতিবেদক:

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের উলুকান্দি নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ছাত্রলীগ নেতাসহ ৩ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উল্লেখিত স্থানে ঢাকাগামী একটি দ্রুতগামী মাইক্রোবাস মোটরসাইকেলটিকে পেছন দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় নুরপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা ময়না মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অপর দুই জনের পরিচয় জানা যায়নি। হবিগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ২ জনের লাশ উদ্ধার করে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ৬:৫১ অপরাহ্ণ