২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৪১

কাজলা বিল ভরাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাজলা বিলে ড্রেজার দিয়ে মাটি ও বালু ভরাট কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।একইসঙ্গে ওই বিলের কৃষকদের জমি, পুকুর ও খাল রক্ষায় জারি করা চূড়ান্ত রুলের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করা হয়। বৃহস্পতিবার এক রিটের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নিষেধাজ্ঞা জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

পরে আইনজীবী তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের স্থানীয় একটি চক্র পরিবেশ ধ্বংসে লিপ্ত। সেখানে চারিতালুক, কুতুবপুর, করাটিয়া, তারাইল এলাকায় প্রায় ৩ হাজার একর ফসলি জমি রয়েছে। অথচ রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়ান সিটি আবাসন প্রকল্পের নামে সেখানে বালু ভরাট কাজ চলছে। ইতোমধ্যে প্রায় ৭০০ বিঘার মতো ফসলি জমি ভরাট করা হয়েছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই উক্ত রিটের মাধ্যমে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

এর ফলে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আদালত ওই এলাকায় বালু ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন বলেও তিনি জানান। এর আগে গত ২৪ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চারিতালুক এলাকার কাজলা বিলের কৃষকদের জমি, পুকুর ও খাল রক্ষায় বিবাদিদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আদালতে রিট আবেদনটি দায়ের করেন স্থানীয় বাসিন্দা বাদশা মিয়াসহ চারজন। ভূমি অফিস থেকে দেওয়া এক তথ্যে পুলিশ টাউনের নামে কোনো ধরনের জমি বরাদ্দ নেই বলে জানানো হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ৪:৩৬ অপরাহ্ণ