২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:১৬

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ জাটকাসহ ৪ জেলে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের মতিরহাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ মন জাটকা ইলিশসহ ৪ জেলেকে আটক করছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার সকালে নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাছ ধরার ৩টি ট্রলারও জব্দ করা হয়েছে। আটক জেলেরা হচ্ছেন- মো. সাদেক হোসেন, ফারুক হোসেন, জাকির হোসেন ও মো. মমিন উল্লাহ। তারা সবাই ভোলা জেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার ইসমাইল হোসেন ও জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সুনীল চন্দ্র ঘোষ জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে ১লা নভেম্বর থেকে ৩০ জুন (আট মাস) মেঘনা নদীতে ১০ ইঞ্চি পর্যন্ত সকল ধরনের ইলিশ ধরা বন্ধ ঘোষণা করছে মৎস্য বিভাগ। এসময় জাটকা ধরা-মারা, সংরক্ষন,পরিবহন, বাজারজাতকরণ ও বিনিময় নিষিদ্ধ রয়েছে।

এ নিষেধাজ্ঞা অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা ধরার অপরাধে তাদের আটক করা হয়েছে বলেও জানান তারা।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ৩:৫১ অপরাহ্ণ