২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:২২

তুরস্কে হালাল এক্সপো ও ওয়ার্ল্ড হালাল সামিট শুরু

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৫ম হালাল এক্সপো এবং ওয়ার্ল্ড হালাল সামিট-২০১৭। এতে ইসলামিক আইন অনুসারে হালাল খাদ্য, ইসলামিক ফিন্যান্স, হালাল পর্যটন, ইসলামিক কাপড়, হালাল ঔষধ, হালাল কেমিস্ট্রি, হালাল কসমেটিকস, হালাল প্যাকেজিং, হালাল লজিস্টিক বিষয়ের ওপর পণ্য ও দ্রব্য সামগ্রী প্রদর্শন করা হবে।

হালাল এক্সপো ও ওয়ার্ল্ড হালাল সামিট চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ওআইসিভুক্ত ৫৭ দেশের ১৫০টি ব্রান্ড অংশ নিচ্ছে। বাংলাদেশ থেকে রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এতে যোগ দিচ্ছেন। বাকিরা হলেন রংপুর চেম্বারের পরিচালক ও বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন মন্ডল মওলা ও রংপুর চেম্বারের সাবেক পরিচালক ও নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আকবর আলী।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ৩:৪৩ অপরাহ্ণ