২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৫

‘বিশ্বকাপটা জিততেই হবে মেসিকে।’

দেশ জনতা অনলাইন

এ যুগের সেরার আসনে তাকে বসিয়ে দেয়া হয়েছে আগেই। কিন্তু সর্বকালের সেরা হতে লিওনেল মেসির আর কী চাই?‌ জুরগেন ক্লিন্সম্যান বলছেন, ‘বিশ্বকাপটা জিততেই হবে মেসিকে।’

বার্সেলোনার হয়ে মৌসুমে ৫০টার বেশি গোল করলেন এলএমটেন এই নিয়ে পাঁচবার। লা লিগা জয়ের হাতছানি সামনে। গোল্ডেন বুট পাওয়ারও দাবিদার। কিন্তু এত, এত কিছু পাওয়ার পরও মেসির ক্যারিয়ার এখনও সব অর্থে পরিপূর্ণ বলা যাবে না। কারণ, বিশ্বকাপটাই অধরা রয়ে গেছে। দেশের জার্সি গায়ে এই ট্রফির খরা নিয়ে অনেকেই নানা তির্যক মন্তব্য ছুঁড়ে দেন মেসির দিকে।

ক্লিন্সম্যান বলেছেন, ‘‌নিজের উত্তরাধিকার প্রতিষ্ঠিত করতে হলে, নিজেকে সর্বকালের সেরা করে তুলতে বিশ্বকাপটা ছুঁতেই হবে মেসিকে। এর পরের বিশ্বকাপ রাশিয়ায়। মেসির সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপটা হাতে নেয়ার। মেসির মতো প্লেয়ারের কাছে এটাই প্রত্যাশিত। চাইব, ও নিজেকে বিশ্বকাপে আরো একবার চিনিয়ে দিক। আর দেশের জার্সি গায়ে ফুটবলের সেরা পুরস্কারটা হাতে নিক। মনেপ্রাণে চাই, ওর এই অধরা স্বপ্ন পূর্ণ হোক। ও সত্যিই যোগ্য।’‌ ‌‌‌

দেশ জনতা/এন এইচ

প্রকাশ :মে ১৮, ২০১৭ ২:৫৫ অপরাহ্ণ