১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৩

ডাক্তারি পাশ করল রোবট!

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের একটি রোবট প্রথমবারের মতো ডাক্তারি পরীক্ষা পাশ করতে সক্ষম হয়েছে। জিয়াও ই নামের রোবটটি চীনের ন্যাশনাল মেডিক্যাল লাইসেন্সিং এক্সামিনেশন কৃতিত্বের সাথে পাশ করে। জিয়াও পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে ৪৬৫ নম্বর পায়। এজন্য তাকে চিকিৎসায় প্রয়োজনীয় সব বিষয় ‘আয়ত্ব’ করতে হয়।

বেইজিং-এর সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা গত ১২ মাস ধরে মেডিকেলের কয়েক ডজন বইয়ের তথ্য জিয়াও-এর মাথার মধ্যে ঢোকান। অর্থাৎ রোবটটির ডাটাবেসে ওই সব তথ্য সংযোজন করেন।

পরীক্ষা চলাকালীন রোবটটিকে নিজস্ব সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেখাতে হয়। এর মানে হচ্ছে, বইয়ের তথ্য হুবহু আওড়ে যেতে পারা নয়, বিভিন্ন লক্ষণ দেখে সঠিকভাবে রোগ নির্ণয়ে দক্ষতার পরিচয় দিয়ে পাশ করে জিয়াও।

বিশ্ববিদ্যালয়য়ের এক কর্মকর্তা জানান জিয়াও পাশ মার্কের চেয়ে ৯৬ নম্বর বেশি পেয়েছে। এ থেকে বোঝা যায় রোবটটি চিকিৎসা বিজ্ঞান আয়ত্ব করেছে। জিয়াও এখন ন্যুনতম চিকিৎসা সেবা প্রদানে সক্ষম। পরীক্ষায় পাশ করলেও ডাক্তারি করার যোগ্যতা অর্জন করতে রোবটটিকে এখনও আরও অনেক পথ পাড়ি দিতে হবে। তবে বর্তমানে তারা ডাক্তারের সহকারী হিসেবে দারুন কাজে লাগবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৩, ২০১৭ ১২:৫৮ অপরাহ্ণ