১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

রসিক নির্বাচন : মেয়র পদে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদপ্রার্থীরা ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৭ এবং কাউন্সিলর পদে ২২৬ জন মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বুধবার সকাল থেকেই রংপুর নগরীর কাচারিবাজার এলাকায় অবস্থিত রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে ছিল বিভিন্ন দলের নেতাকর্মী এবং তাদের সমর্থক ও উৎসুক জনতার ভীড়।

নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু দুপুরে দলবল নিয়ে নির্বাচন কার্যালয়ে হাজির হন। তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিউর রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

ঝন্টু মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই বিএনপি মনোনীত প্রার্থী কাওসার জামান বাবলা নেতাকর্মীদের নিয়ে নির্বাচন কার্যালয়ে হাজির হন। মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজুসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।বিএনপি মনোনীত প্রার্থী কাওসার জামান বাবলা বুধবার রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৩ জন, কাউন্সিলর পদে ২২৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়নে ছয়জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সুভাষ চন্দ্র সরকার জানান, ২৫ ও ২৬ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৪ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ২২, ২০১৭ ৯:৩২ অপরাহ্ণ