১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:১২

শাহ আমানত বিমানবন্দরে ৩ কেজি সোনা উদ্ধার

চট্টগ্রাম প্রতিবেদক  :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে সাড়ে তিন কেজি সোনা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এই সোনা উদ্ধারের পর যাত্রী মো. আবদুল মালেককে আটক করেছে। বিমানবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান সোনা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বিমানযোগে চট্টগ্রামে আসেন দুবাই প্রবাসী আবদুল মালেক (৫০)। দুটি লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করার সময় কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহ হলে এই যাত্রীর লাগেজে তল্লাশি চালানো হয়। লাগেজের ভেতর লুকিয়ে রাখা প্রায় সাড়ে তিন কেজি সমপরিমাণ সোনা উদ্ধার করা হয়। পরে সোনা বহনকারী আবদুল মালেকের পাসপোর্ট জব্দ করে তাকে আটক করে তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২২, ২০১৭ ৮:০৭ অপরাহ্ণ