বরিশাল প্রতিনিধি:
বরিশাল সদর উপজেলার টুংঙ্গিবাড়িয়া গুচ্ছগ্রাম খালে একটি ট্রলার থেকে ১০ মণ শিকার নিষিদ্ধ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার ভোররাতে এই অভিযানে জব্দকৃত জাটকা সকালে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড বরিশাল স্টেশনের ওয়ারেন্ট অফিসার মো. জুলহাস জানান, নদীতে টহলরত অবস্থায় কোস্টগার্ডের সদস্যরা একটি জাটকা বোঝাই ট্রলার দেখে থামানোর সংকেত দিলে তারা ট্রলারসহ পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ডের ধাওয়ার মুখে গুচ্ছগ্রাম খালে ট্রলার ফেলে সাথে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ট্রলার থেকে ১০ মণ জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।
দৈনিকদেশজনতা/ আই সি