১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

২০১৭-২০১৮ সেশনের ভর্তি ফি কমিয়েছে জবি কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি ফি কমিয়েছে কর্তৃপক্ষ। সোমবার রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞান অনুষদের জন্য ১২ হাজার ৪০০ টাকা (যা আগে ১৪,৪০০ টাকা ছিল), বিবিএ, কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য ১০ হাজার ৪০০ টাকা (যা আগে ১২,৪০০ টাকা ছিল) এবং সংগীত, নাট্যকলা ও চারুকলা (কলা অনুষদ অন্তর্ভুক্ত) বিভাগের জন্য ১১ হাজার ৪০০ টাকা নির্ধারিত করা হয়েছে।

তবে ভর্তি ফিতে সংশোধনী আনলেও ভর্তিসংক্রান্ত বাকি শর্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘ই’ ইউনিটের ফিল্ম অ্যান্ড টেলিভশন বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে ভর্তি শুরু ২৬ ডিসেম্বর।

ভর্তি বিজ্ঞপ্তি ও চূড়ান্ত ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।

প্রকাশ :নভেম্বর ২২, ২০১৭ ১২:৪২ অপরাহ্ণ