১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৯

বনানীতে প্রাইভেটকারের ধাক্কায় গাড়ির হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীতে গাড়ি মেরামত করতে গিয়ে রমজান (২৮) নামের এক গাড়ীর হেলপার নিহত হয়েছেন। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িতে কাজ করতেন।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বনানীর ২৩ নম্বর রোডের মাথায় প্রধান সড়কে বুধবার ভোর সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী গিয়াস জানান, দ্রুতগামী একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়ির হেলপার ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। সরেজমিনে দেখা যায়, বনানীর ২৩ নম্বর সড়কের মাথার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের উপর রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অপরদিকে নিহতের সহকর্মীরা ধরাধরি করে টহলরত পুলিশের গাড়িতে নিহতের লাশটি তুলছে।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নিহতের গাড়ীতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। পরে গাড়ি থেকে নেমে সমস্যাটি দেখছিল রমজান। এমতাবস্থায় একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হন। নিহতের লাশ ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও তিনি জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২২, ২০১৭ ১১:৪৪ পূর্বাহ্ণ